অনলাইন সংস্করণ
১১:১২, ২১ নভেম্বর, ২০২৫
রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঘটে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসের তথ্যমতে, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫ এবং কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা আতঙ্কে বাসা-বাড়ি থেকে দ্রুত নিচে নেমে আসেন। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঢাকার তালতলার সরকারি কলোনিতে থাকা লাইলি বেগম জানান, ভূমিকম্প টের পেয়ে তিনি দুই ছেলে ও পাঁচ মাস বয়সী মেয়েকে নিয়ে ভবনের নিচে খোলা জায়গায় নেমে আসেন। সেখানে আশপাশের ভবনের অন্যান্য বাসিন্দাদেরও নিরাপদ স্থানে অবস্থান করতে দেখা যায়।
যাত্রাবাড়ীর বাসিন্দা অনিক মৃধা জানান, কম্পন অনুভূত হতেই এ এলাকার অধিকাংশ মানুষ ভবন ছেড়ে রাস্তায় নেমে এসে নিরাপদ স্থানের খোঁজে ছোটাছুটি শুরু করে।
পাকিস্তানেও একইদিন ভূমিকম্প আঘাত হেনেছে। এনডিটিভি জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে দেশটিতে ভূমিকম্প হয় এবং এর কেন্দ্রস্থল ছিল ভূমি থেকে ১৩৫ কিলোমিটার গভীরে।