ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পে নিহত বেড়ে ৭, আহত শতাধিক

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পে নিহত বেড়ে ৭, আহত শতাধিক

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তিন জেলায় মোট ৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে রাজধানীসহ দেশে ব্যাপক আতঙ্ক দেখা দেয়।

ঢাকার আরমানিটোলায় একটি আটতলা ভবনের দেয়াল ও কার্নিশ থেকে ইট ও পলেস্তারা খসে পড়ে তিনজন নিহত হন। ঘটনাস্থলে একটি গরুর মাংসের দোকান থাকায় ক্রেতা ও পথচারীরা আহত হন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বংশাল থানার উপপরিদর্শক আশীষ কুমার ঘোষ এবং ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের সময় দেয়াল ধসে দুইজনের মৃত্যু হয়েছে। গোলাকান্দাইল এলাকায় একটি দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয় এবং তার মেয়ে আহত হন। একই উপজেলায় একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে এক বছরের শিশু ফাতেমার মৃত্যু হয়। এ ঘটনায় শিশু ফাতেমার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এছাড়া জেলার আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নরসিংদীতে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কারণে তীব্রতা ছিল বেশি এবং সেখানে দুইজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার গাবতলী এলাকায় বাড়ির সানসেট ভেঙে ১০ বছর বয়সী ওমর নিহত হয়। তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

একই জেলায় পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে ৭৫ বছর বয়সী কাজেম আলী ভূঁইয়ার মৃত্যু হয়। জেলাজুড়ে বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে ৫৫ জন আহত হয়েছেন। এর মধ্যে একটি স্থানে ছাদের রেলিং ভেঙে একসঙ্গে তিনজন আহত হন।

ভূমিকম্পটি রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, খুলনা, বরিশাল, রাজশাহীসহ বিভিন্ন বিভাগে অনুভূত হয়। উৎপত্তিস্থলের নিকটবর্তী হওয়ায় ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে কম্পনের প্রভাব ছিল সবচেয়ে বেশি। বিভিন্ন ভবনের রেলিং, দেয়াল, সানশেড ও পুরোনো স্থাপনার অংশ ভেঙে পড়ায় বহু মানুষ আহত হন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কারণে চিকিৎসাসেবায় চাপ বেড়েছে।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

সারাদেশে ভূমিকম্প,ঢাকাসহ,আহত কয়েকশ,নিহত বেড়ে ৭
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত