অনলাইন সংস্করণ
১৯:৩৬, ২৭ নভেম্বর, ২০২৫
৪৫তম বিসিএসের নন–ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫৪৫ জন প্রার্থীকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নন–ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার ক্ষমতাবলে ৪৫তম বিসিএস পরীক্ষা–২০২২ এর আওতাধীন নন–ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সংশোধিত ৫৬৫টি শূন্য পদের বিপরীতে ৫৪৫টি পদে নিয়োগের লক্ষ্যেই এই সুপারিশ করা হয়েছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৭ আগস্ট ২০২৫ তারিখের পত্রের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ১২তম গ্রেডের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৪৫৭টি শূন্য পদ ৪৫তম বিসিএসের নন–ক্যাডার থেকে প্রত্যাহার করা হয়। ফলে ওই পদগুলোতে কোনো সুপারিশ কার্যকর হয়নি।
মনোনীত প্রার্থীদের আবেদনে সংযুক্ত সনদ, কাগজপত্র ও তথ্য যাচাই–বাছাইয়ের ভিত্তিতে এই সুপারিশ করা হয়েছে। তবে চূড়ান্ত নিয়োগের আগে সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষকে যথাযথ প্রক্রিয়ায় সব সনদ ও ডকুমেন্টের সত্যতা যাচাই করে নিশ্চিত হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী জ্ঞাতসারে ভুল বা মিথ্যা তথ্য দিলে, তথ্য গোপন করলে, জাল সনদ জমা দিলে বা প্রতারণায় জড়িত থাকলে তার মনোনয়ন বাতিল করা হবে। প্রয়োজন হলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনেও ব্যবস্থা নেওয়া হবে। এমনকি চাকরিতে যোগদানের পরও এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে।
মনোনীত প্রার্থীদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অধীনে গঠিত মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি যথাযথ সংস্থার মাধ্যমে প্রাক–নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজন হলে প্রার্থীদের উচ্চতা, বুকের মাপ, ওজনসহ অন্যান্য তথ্যও যাচাই করা হবে।
পিএসসি জানায়, প্রকাশিত ফলাফলে কোনো ভুল–ত্রুটি ধরা পড়লে তা সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে। কমিশন থেকে মনোনয়ন পাওয়ার পর সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিয়োগ প্রদান করবে।
৪৫তম বিসিএস নন–ক্যাডারের ফলাফল পিএসসির ওয়েবসাইট ও টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।