ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রেস সচিবের

বাউলদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রেস সচিবের

মানিকগঞ্জসহ দেশের কয়েকটি স্থানে বাউলদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এক সাংবাদিক জানতে চেয়েছিলেন, বৈঠকে নির্দিষ্ট আলোচ্যসূচির বাইরে বাউল ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা, আসন্ন নির্বাচন বা নির্বাচনে আগ্রহী উপদেষ্টাদের সম্ভাব্য পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না।

জবাবে প্রেস সচিব বলেন, বৈঠকে নির্বাচন বা বাউল ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে যেটুকু তিনি জানেন, যারা বাউলদের ওপর হামলা করেছেন তাদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে।

তিনি জানান, মানিকগঞ্জের পুলিশ ইতোমধ্যেই কাজ করছে এবং অন্যান্য জায়গায়ও পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। সাংবাদিকরা দ্রুত ফলাফল জানতে পারবেন।

এর আগে, ১৯ নভেম্বর মাদারীপুরে পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে পুলিশ আটক করে। তার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর মানিকগঞ্জে মানববন্ধনের জন্য সমবেত হওয়া বাউলদের ওপর ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদি জনতা’ ব্যানারে থাকা একটি দল হামলা চালায়।

আবুল সরকারের গ্রেপ্তার এবং বাউলদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে গতকাল ঠাকুরগাঁওয়ে মানববন্ধনের প্রস্তুতিকালে আবারও ‘তৌহিদি জনতা’ ব্যানারধারীরা বাউলদের ওপর হামলা করে।

বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং আবুল সরকারকে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে।

প্রেস সচিব,গ্রেপ্তারের নির্দেশ,বাউলদের ওপর হামলাকারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত