
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই প্রার্থনা করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রার্থনা করেন।
উপদেষ্টা ফারুকী বলেন, ‘আমার নিউজফিড জুড়ে খালেদা জিয়ার জন্য মানুষের দোয়া প্রার্থনা। এবং এই পোস্টগুলা কোনো একটা নির্দিষ্ট দলের মানুষের না। একটা মানুষের জীবনে এর চেয়ে বড় অর্জন আর কি থাকতে পারে?’
পোস্টে তিনি আরও বলেন, ‘কালচারাল সফট পাওয়ারের সাহায্য ছাড়াই, কোনো বুদ্ধিজীবী গ্যাংয়ের নামজপ ছাড়াই খালেদা জিয়া যেভাবে মানুষের কাছে হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিফাইং ক্যারেক্টার এটা এক প্রকার ব্লেসিংস।’
‘সুস্থ হয়ে তিনি দ্রুতই বাসায় ফিরবেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক ট্রানজিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এই প্রার্থনা।’ যোগ করেন ফারুকী।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে লিভারসহ বেশ কিছু দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যায় ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা–নিরীক্ষা করিয়ে থাকেন। এর অংশ হিসেবে রোববার (২৩ নভেম্বর) রাতে গুলশানের বাসভবন থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যাওয়া হচ্ছে।
গতকাল শুক্রবার দিনগত রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানান, ‘আজ (শুক্রবার) মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, পর্যালোচনা করেছে এবং সে অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়মিত স্টাডি করা হচ্ছে এবং প্রতিটি সিদ্ধান্তই সেই অনুযায়ী নেওয়া হচ্ছে।’