
মহান বিজয় দিবস ২০২৫ উদ্যাপনকে কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণ আরোপের নির্দেশনা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
নির্দেশনায় জানানো হয়েছে, নিরাপত্তা ও পরিষ্কার–পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং ১৬ ডিসেম্বর রাত ৩টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত স্মৃতিসৌধ এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এ ছাড়া, ১৬ ডিসেম্বর সকাল ৮টা ৩০ মিনিটের আগে জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশও বন্ধ থাকবে।