ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষ, এবার তফসিলের অপেক্ষা

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ শেষ, এবার তফসিলের অপেক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধি দল।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে সাক্ষাৎ শেষে তারা প্রায় ২টায় বের হন। সাক্ষাৎ শেষে ইসির প্রতিনিধি গণমাধ্যমের প্রশ্নের কোনো উত্তর দেননি।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতিকে সকল প্রস্তুতির বিষয় অবহিত করা হয়। এরপর সিইসি বিটিভি ও বেতারের মাধ্যমে ভোটের তফসিল ঘোষণা করেন।

এদিন বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। সকাল থেকেই নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা তুলনামূলক জোরদার করা হয়েছে।

রাষ্ট্রপতি,সিইসি,সাক্ষাৎ,তফসিল,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত