ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডেমরায় ময়লার গাড়ির ধাক্কায় এআইইউবি ও ইউআইইউ শিক্ষার্থীর মৃত্যু

ডেমরায় ময়লার গাড়ির ধাক্কায় এআইইউবি ও ইউআইইউ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিক্ষার্থী হলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ছাত্র ইরাম রেদওয়ান (২৫) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ছাত্র অপু আহমেদ (২৫)।

তাদের সহপাঠী তাওসিফ জানান, দুজন একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে সহপাঠীরা দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে অপু আহমেদকে এবং কিছুক্ষণ পর ইরাম রেদওয়ানকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত দুই শিক্ষার্থীর বাসা শানারপাড়া চিটাগাং রোড এলাকায়। দুর্ঘটনার পর সিটি করপোরেশনের ঘাতক গাড়িটি (নম্বর ঢাকা মেট্রো শ-১৪০৫৭৪) পুলিশ জব্দ করেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

ইউআইইউ শিক্ষার্থীর মৃত্যু,এআইইউবি,ময়লার গাড়ির ধাক্কায়,ডেমরা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত