অনলাইন সংস্করণ
১৯:১৭, ০১ জানুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের জন্য পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন মোট ১২ লাখ ৫৭ জন ভোটার। নিবন্ধন প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশী ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকায় অনুপস্থিত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করছেন।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত পুরুষ ভোটার ১০ লাখ ৩৭ হাজার ৩৫ জন এবং নারী ভোটার এক লাখ ৬৩ হাজার ২০ জন নিবন্ধন করেছেন।
প্রবাসী ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে, যেখানে দুই লাখ পাঁচ হাজার ৬১৩ জন ভোটার নিবন্ধন করেছেন। কাতারে ৭০ হাজার ২৭৪, মালয়েশিয়ায় ৬৮ হাজার ৮০৩, ওমানে ৫০ হাজার ৪৪৯ এবং সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ৬৭৪ জন ভোটার নিবন্ধিত হয়েছেন।
দেশের ভিতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন পাঁচ লাখ ২১ হাজার ৯৮১ জন ভোটার। জেলাভিত্তিক হিসেবে কুমিল্লা শীর্ষে রয়েছে ৯২ হাজার ৮৯৪ জন, ঢাকায় ৮৬ হাজার ৫০৯ জন এবং চট্টগ্রামে ৭৮ হাজার ৬৮১ জন।
আসনভিত্তিক শীর্ষে ফেনী-৩ আসনে ১৪ হাজার ৫২৬ জন, চট্টগ্রাম-১৫ আসনে ১১ হাজার ৯৬৪ জন এবং নোয়াখালী-১ আসনে ১১ হাজার ৯১৬ জন ভোটার নিবন্ধন করেছেন।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসস বলেন, প্রবাসী ভোটার নিবন্ধন সাত লাখ ছাড়াবে এবং দেশের ভিতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন ১০ লাখ ছাড়ার আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এর আগে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশন প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধনের সময়সীমা ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। সূত্র: বাসস