অনলাইন সংস্করণ
১৯:২৯, ২০ অক্টোবর, ২০২৫
হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণে শিগগিরই বৃহত্তর সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশে যুক্ত থাকবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৭১ ও ২৪-এর ঐক্যকে ভাঙার চেষ্টা চলছে। এই কঠিন সময়ে বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতির মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি।
সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশি। বিভেদ নয়, সম্মিলনের রাজনীতি করাই এখন সময়ের দাবি।
মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইরের কিছু দেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি এ ধরনের অপপ্রচার থেকে সবার সতর্ক থাকার আহ্বান জানান।