ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সমন্বিত চিন্তায় FBCCI: শিল্প, বাণিজ্য ও প্রযুক্তির সেতুবন্ধন

সমন্বিত চিন্তায় FBCCI: শিল্প, বাণিজ্য ও প্রযুক্তির সেতুবন্ধন

বর্তমানে বাংলাদেশের অর্থনীতি এক ক্রান্তিলগ্নে অবস্থান করছে। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণ এবং পরবর্তী বছরগুলিতে উন্নত ও সমৃদ্ধ জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার দ্বৈত লক্ষ্য অর্জন একটি বড় চ্যালেঞ্জ।

এই দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে কেবল প্রথাগত শিল্প ও বাণিজ্য কৌশল যথেষ্ট নয়; প্রয়োজন প্রযুক্তিনির্ভর এক সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি।

বাংলাদেশের বেসরকারি খাতের শীর্ষ নেতৃত্ব হিসেবে, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI)-এর ভূমিকা এখন কেবল নীতিগত পরামর্শে সীমাবদ্ধ নয়, বরং সরাসরি মাঠ পর্যায়ে রূপান্তর নিশ্চিত করতে কেন্দ্রীভূত। এই ‘সমন্বিত চিন্তা’ কেবল আদর্শিক প্রস্তাবনা নয়, এটি সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ডেটা-ড্রিভেন কর্মপরিকল্পনা।

চলমান ২০২৫ অর্থবছরের (FY25) প্রাক্কলন ও লক্ষ্য বিশ্লেষণ করে দেখা যায়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই করতে হলে কাঠামোগত সংস্কার এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। তৈরি পোশাক, ওষুধ ও চামড়া শিল্পের মতো প্রধান খাতগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় তীব্র।

যদিও বিগত অর্থবছরে শিল্প খাতের অবদান প্রায় ৩৭.৯৫% ছিল, ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য উৎপাদনশীলতা ও মানকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এলডিসি উত্তরণের আগে শুল্ক সুবিধা হারানোর পূর্বে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

FBCCI চতুর্থ শিল্প বিপ্লবের (4IR) সুবিধা কাজে লাগাতে ‘চেম্বার ৪.০’ (Chamber 4.0) দর্শন প্রবর্তন করছে। এটি কেবল প্রযুক্তি গ্রহণ নয়, বরং সরকারি-বেসরকারি খাতের মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপন করে নীতিগত নিশ্চয়তা (Policy Predictability) নিশ্চিত করে।

‘অনলাইন ওয়ান-স্টপ ডিজিটাল সার্ভিসেস’ প্ল্যাটফর্ম সদস্যদের লাইসেন্স নবায়ন, সদস্যপদ প্রত্যয়ন ও রিয়েল-টাইম তথ্য অ্যাক্সেস সহজ করবে, যা বিনিয়োগকারীদের আমলাতান্ত্রিক জটিলতা কমাবে।

কেবল ডিজিটাল অবকাঠামো যথেষ্ট নয়; তা পরিচালনার জন্য দক্ষ মানবসম্পদ প্রয়োজন। FBCCI বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করলে শ্রমিক ও ব্যবস্থাপকদেরকে ব্লকচেইন, সাইবার নিরাপত্তা ও বিগ ডেটা অ্যানালিটিক্সে প্রশিক্ষিত করা সম্ভব হবে।

FBCCI সরকারের সঙ্গে যৌথভাবে ‘নিয়ন্ত্রক স্যান্ডবক্স’ তৈরি করে উদীয়মান শিল্প ও ব্যবসায়িক মডেল পরীক্ষামূলকভাবে চালু করতে পারে। LDC উত্তরণ পরবর্তী বাণিজ্যের জন্য আন্তঃমন্ত্রণালয় টাস্কফোর্স গঠন ও সক্রিয় করা প্রয়োজন, যা বেসরকারি খাতের উদ্বেগ সরাসরি সরকারের উচ্চ মহলে পৌঁছাতে সক্ষম হবে।

FBCCI-এর এই সমন্বিত কৌশল কেবল ব্যবসা-বাণিজ্যকে সমর্থন করছে না, বরং শিল্প, বাণিজ্য ও প্রযুক্তির মধ্যে আধুনিক, ডেটা-ড্রিভেন সেতুবন্ধন তৈরি করছে। দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে এই উদ্যোগের সফলতা নিশ্চিত করা সময়ের দাবি।

অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে FBCCI-এর প্রাতিষ্ঠানিক সক্ষমতায় আমূল পরিবর্তন, একটি আধুনিক FBCCI স্কুল প্রতিষ্ঠা এবং নীতি নির্ধারণে FBCCI-এর ভূমিকা শক্তিশালী করা অপরিহার্য।

পাশাপাশি, সুসংগঠিত থিঙ্ক ট্যাঙ্ক ও অভিজ্ঞ উপদেষ্টা কমিটি গঠন এবং আন্তর্জাতিক মান ও শ্রেষ্ঠ অনুশীলনের সঙ্গে নীতি হালনাগাদ নিশ্চিত করার মাধ্যমে বাণিজ্য নীতিকে বৈশ্বিকভাবে প্রাসঙ্গিক রাখা সম্ভব।

সেতুবন্ধন,শিল্প, বাণিজ্য ও প্রযুক্তি,সমন্বিত চিন্তায় FBCCI
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত