ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক সংসদ সদস্য তুহিন গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য তুহিন গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২২ জুন) দিবাগত মধ্যরাতে নবাবগঞ্জের ষোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

সোমবার (২৩ জুন) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগের একটি দল।

সাবিনা আক্তার তুহিন ২০১৪ সালের ১৯ মার্চ সংরক্ষিত নারী আসন-৩৫ থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংরক্ষিত আসনে দল থেকে মনোনয়ন পাননি। সর্বশেষ তিনি ঢাকা উত্তর মহানগর যুব মহিলা লীগের সভাপতি পদে ছিলেন।

সাবেক এমপি,সংসদ সদস্য,সাবিনা আক্তার তুহিন,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত