বিএনপির নাম ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর পেছনে নির্বাচন পেছানোর গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন তিনি।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপির নাম ভাঙিয়ে দখলদার, চাঁদাবাজ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বললেও তারা ব্যবস্থা নেন না। এটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা অত্যন্ত রহস্যজনক। দলের পক্ষ থেকে বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও প্রশাসন কোনও কার্যকর ভূমিকা রাখছে না।
বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব বলেন, ‘ইতোমধ্যে বহু নেতাকর্মীকে বহিষ্কার, অব্যাহতি, পদ স্থগিত এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে গণমাধ্যমে এসব সাংগঠনিক ব্যবস্থার খবর তেমনভাবে আসছে না।’
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বৃদ্ধি পাচ্ছে। শেখ হাসিনার উন্নয়নের অদ্ভুত বয়ানের মতোই নির্বাচন পেছাতে নানা বয়ান দিচ্ছে এই সরকার। পুলিশ পোশাক পরে আগেও যেমন রাজনৈতিক বক্তব্য দিয়েছে, এখনও দিচ্ছে।
রিজভী বলেন, ‘শেখ হাসিনার সরকার যেমন “অদ্ভুত উন্নয়ন” নিয়ে নানা গল্প বলে, এখন তেমনি নির্বাচন পেছানোর নানা বয়ানও চালু করা হয়েছে।’