দলের সিনিয়র নেতাদের অব্যাহতি দিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের স্বৈরাচারী আচরণ করেছেন বলে মন্তব্য করেছেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আর অব্যাহতিপ্রাপ্ত সবাই স্বপদে বহাল রয়েছেন বলে দাবি করেছেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন দুই নেতা।
এর আগে, গতকাল জিএম কাদের দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে প্রথমে মো. মুজিবুল হক চুন্নুকে মহাসিচেবের পদ থেকে সরিয়ে প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দারকে মহাসচিব নিয়োগ দেন। এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার। পরে ওই দিন সন্ধ্যায় আনিসুল ইসলাম মাহমুদ,এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যসহ সব ধনের পদ থেকে অব্যাহতি দেন চেয়ারম্যান।
তবে অব্যাহতিপ্রাপ্ত সবাই স্বপদে বহাল রয়েছেন বলে জানান সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, যে প্রক্রিয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে তা অবৈধ।’
দ্রুত জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠানের দাবি জানিয়ে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, কাউন্সিলেই সিদ্ধান্ত হবে জাতীয় পার্টিতে কারা থাকবে, আর কারা থাকবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান-বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা।
প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, এটি ইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, নাসরিন জাহান রতনা, নাজমা আক্তার, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূঁইয়া, মো. আরিফুর রহমান খান।
চেয়ারম্যানের উপদেষ্টা সরদার শাহজাহান, মো. হারুন আর রশিদ, ভাইস-চেয়ারম্যান আমানত হোসেন, জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, ফখরুল আহসান শাহজাদা, দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান, যুগ্ম সম্পাদক- শারমিন পারভীন লিজা,ডাঃ সেলিমা খান, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান দুলাল, আব্দুস সাত্তার, জিয়া উর রহমান বিপুল, তাসলিমা আকবর রুনা, আলমগীর হোসেন,আমিনুল ইসলাম সেলিম,এস এম হাশেম,সিরাজুল আরিফিন মাসুম, চিসতী খায়রুল আবরার শিশির, হানিফ হোসেন বাবু, ফয়সাল সালমান, মিজানুর রহমান প্রমুখ
তিন নেতাকে অব্যাহতির বিষয়ে গতকাল জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গত ২৫ জুনের মতবিনিময় সভায় জেলা, মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকেরা সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ও মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। ২৮ জুন দলের প্রেসিডিয়াম সদস্যদের সভায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই তিন নেতাকে সব পদ-পদবী থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।