ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

‘শাপলা’ পেতে বাধা এলে রাজনৈতিকভাবে লড়াই করবে এনসিপি

‘শাপলা’ পেতে বাধা এলে রাজনৈতিকভাবে লড়াই করবে এনসিপি

শাপলা প্রতীক পেতে কোনো বাধা এলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিকভাবে লড়াই করবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

তিনি বলেছেন, শাপলা প্রতীক পেতে আমাদের আইনি কোনো বাধা নেই। যদি বাধা আসে তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো। শাপলা ছাড়া আমাদের কোনো অপশন নেই। শাপলা ছাড়া বিকল্প নেই।

রোববার (১৩ জুলাই) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে করে। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এনব কথা বলেন।

নাসীরুউদ্দিন বলেন, ইসি পুনর্গঠন বিষয়ে ‘প্ল্যান বি’ নেই। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল, সে আইনটারও পরিবর্তন করতে হবে। ইসি পুনর্গঠন করবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন।

উল্লেখ্য, গত ২০ জুন দল হিসেবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে এনসিপি। তারা প্রতীকে প্রথম পছন্দ হিসেবে ‘শাপলা’ চেয়েছিল।

নির্বাচন কমিশনের (ইসি) বর্তমান তফসিলে থাকা ৬৯টি প্রতীকের সঙ্গে নতুন আরও ৪৬টি প্রতীক যুক্ত করা হয়েছে। তবে এ তালিকায় ‘শাপলা’ রাখা হয়নি। এ সিদ্ধান্তকে প্রহসনমূলক ও পক্ষপাতমূলক বলে মন্তব্য করেন এনসিপি নেতারা।

শাপলা প্রতীক,এনসিপি,নাসীরুদ্দীন পাটোয়ারী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত