চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
তিনি বলেছেন, গেল এক বছরের আওয়ামী লীগের একটা মিছিলও গণপ্রতিরোধের মুখে হতে পারেনি। আগামীতে আওয়ামী লীগ নামের কোনো রাজনৈতিক দল থাকবে না।
রোববার (১৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে আরও অনেকে উৎসাহিত হবে সেই একই কাজে। কেননা স্বাধীনতার পর অনেকে ক্ষমতায় বসে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে।
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আমরা ভারতকে সবসমসয় বন্ধু রাষ্ট্র ভেবে আসলেও তাদের পররাষ্ট্রনীতি ছিল সবসময় আমাদের দেশের জনগণের বিরুদ্ধে। বিগত ১৭ বছর ধরে দেশটি হাসিনাকে নানাভাবে সহযোগিতা করে। এমনকি আমাদের দেশের কোনো কোনো রাজনৈতিক দলকেও ধ্বংস করতে তাদের সুস্পষ্ট নীতি রয়েছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ঘটেছে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে। তবে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমান সবাই মিলেমিশে সম্প্রীতির সঙ্গে যুগের পর যুগ বসবাস করে আসছি।
বাংলাদেশের সাম্প্রদায়িক এই সম্প্রীতির উদাহরণ পৃথিবীর খুব কম দেশে রয়েছে বলেও মন্তব্য করেন নুর।