ঢাকা শনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয়তাবাদী শক্তি নিশ্চিহ্নের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

জাতীয়তাবাদী শক্তি নিশ্চিহ্নের চেষ্টা চলছে: মির্জা ফখরুল

জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি একটি সুপরিকল্পিত চক্রান্ত।

রবিবার (১৩ জুলাই) বিকেলে গুলশানের একটি হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে যে অপপ্রচার চলছে, এর পেছনে নির্দিষ্ট চক্রান্ত আছে। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং উদীয়মান নেতা তারেক রহমানকে বিতর্কিত করার ষড়যন্ত্র হচ্ছে। তাকে খারাপ জায়গায় ফেলার চেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্ব শুধু পারিবারিক পরিচয়ের কারণে আসেনি, তার নিজস্ব গুণাবলি ও সাংগঠনিক দক্ষতার কারণেই তিনি আজকের অবস্থানে এসেছেন। আমি নিজে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে দেখেছি—অসাধারণ সাংগঠনিক ক্ষমতা তার আছে। অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটি অংশকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন।’

২০০২ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চীন সফরের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘ওই সফরে চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বলেছিলেন, ‘কেরি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার’। সেই সময় থেকেই তারেক রহমান নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান নির্যাতন সহ্য করেছেন, নির্বাসিত থেকেছেন, তবুও মাথা নত করেননি। তার মায়ের মতো তিনিও আপসহীন থেকেছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ। সঞ্চালনায় ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। এছাড়া বক্তব্য রাখেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহিদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সাথাওয়াত হোসেন সায়ন্থ।

মির্জা ফখরুল,জাতীয়তাবাদী শক্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত