অনলাইন সংস্করণ
১৫:৫৯, ১৬ জুলাই, ২০২৫
আবু সাঈদসহ জুলাই গণঅভ্যত্থানের শহীদদের স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।
বুধবার (১৬ জুলাই) দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, আজ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী। ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় তাকে স্মরণ করছি। পাশাপাশি, তার সঙ্গে বুক চিতিয়ে জাতিকে জীবন ফিরিয়ে দিতে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, তাদেরকেও একইভাবে স্মরণ করছি।
তিনি আরও বলেন, তোমাদেরকে কথা দিতে পারি—তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ।
তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। জাতি যেন একবার তাদের দিকে ফিরে তাকায়, নিজের দায়িত্ব বুঝে নেয়– যোগ করেন জামায়াত আমির।
প্রসঙ্গত, চব্বিশে ছাত্র-জনতার ফ্যাসিবাদবিরোধী অভ্যুত্থানের শুরুর দিকে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যু সারাদেশে আন্দোলনকে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে দেয়। আবু সাঈদের শাহাদাতের এই দিনটিকে “জুলাই শহীদ দিবস” হিসেবে ঘোষণা করা হয়।