অনলাইন সংস্করণ
১৭:০৪, ১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সামাবেশ ও দলটির নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার (১৬ জুলাই) বিকালে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।
ওই পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।
এদিকে এনসিপির গাড়িবহরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ১১৪ ধারা জারি করা হয়েছে। জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপির নেতারা।