অনলাইন সংস্করণ
১৮:১৮, ১৬ জুলাই, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র-জনতা ও দলীয় নেতাকর্মীদের সারা দেশে ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জুলাই গণঅভ্যত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম।
বুধবার (১৬ জুলাই) নাহিদের বরাতে এ কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সারজিস লিখেছেন, ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন। লড়াই চলবে।
এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের উপর হামলার ঘটনায় সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।