ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াতের সমাবেশ : জনসমুদ্রে পরিণত সোহরাওয়ার্দী উদ্যান

জামায়াতের সমাবেশ : জনসমুদ্রে পরিণত সোহরাওয়ার্দী উদ্যান

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই উদ্যান ও আশপাশের এলাকা ভরে যায় দলটির নেতাকর্মী ও সমর্থকে। তৈরি হয়েছে জনসমুদ্র।

দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাস, লঞ্চসহ নানা যানবাহনে রাজধানীতে পৌঁছে মিছিল সহকারে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন জামায়াতের কর্মী-সমর্থকরা। তাদের অনেকের হাতে ছিল দলীয় প্রতীক দাঁড়িপাল্লা। অনেকে পরেছেন দলের মনোগ্রাম সংবলিত টি-শার্ট ও পাঞ্জাবি।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ মঞ্চে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় প্রথম পর্ব। এখন চলছে সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম পর্ব পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।

জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়। এতে সভাপতিত্ব করবেন দলের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকেই সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত।

এদিকে, সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছে ২০ হাজারের মত স্বেচ্ছাসেবক। ভোর থেকে থেকে সমাবেশে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্পটে স্বেচ্ছাসেবকরা তাদের দায়িত্ব বুঝে নিয়েছে।

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের এই জাতীয় সমাবেশ। দাবিগুলো হল:

  • অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ
  • গণহত্যার বিচার
  • মৌলিক রাজনৈতিক সংস্কার
  • ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন
  • জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসন
  • সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন
  • এবং এক কোটির বেশি প্রবাসী ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা।

উল্লেখ্য, এটাই বাংলাদেশের ইতিহাসে জামায়াতের প্রথমবারের মতো এককভাবে জাতীয় সমাবেশের আয়োজন।

জামায়াত,সমাবেশ,জনসমুদ্র,সোহরাওয়ার্দী উদ্যান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত