সাত দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’। দলটির প্রথমবারের মতো এককভাবে আয়োজিত এই সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করছেন ২০ হাজারের মতো স্বেচ্ছাসেবক।
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে। তৈরি হয়েছে জনসমুদ্র। দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেন, বাস, লঞ্চসহ নানা যানবাহনে রাজধানীতে পৌঁছে মিছিল সহকারে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন জামায়াতের কর্মী-সমর্থকরা।
এদিন ভোর থেকেই হাইকোর্ট, মৎস্যভবন, শাহবাগ ও আশপাশের এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন স্বেচ্ছাসেবকরা। তাদের একই ধরনের পোশাক পরে বিভিন্ন স্পটে অবস্থান নিতে দেখা যায়। মূলত সারা দেশ থেকে আসার বিভিন্ন নেতাকর্মীদের সহযোগিতা করতেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন তারা।
‘জাতীয় সমাবেশে’ সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী প্রায় সব রাজনৈতিক দলকেই সমাবেশে দাওয়াত দিয়েছে জামায়াত। সেইসঙ্গে আমন্ত্রণ পেয়েছেন ভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতারাও।
দলটির ৭ দফা দাবি মধ্যে রয়েছে- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটিরও বেশি প্রবাসী ভোটারকে ভোটাধিকার নিশ্চিতকরণ।