বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির ডা. শফিকুর রহমান। আশপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে দিলে আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি। তবে আবারও অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান।
শনিবার (১৯ জুলাই) বিকেল প্রায় সাড়ে ৫টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সামাবেশ মঞ্চে এ ঘটনা ঘটে।
ডা. শফিকুর রহমান দ্বিতীয়বার অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকরা। তবে তাদের বাধা দিয়ে অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই মাইক হাতে নিজের সমাপনী বক্তব্য দেন তিনি। বলেন, আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন ততসময় লড়াই অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে।
জামায়াত আমির বলেন, যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হব না, সেবক হবো। জামায়াতে ইসলাম সরকার গঠন করলে কোনো দুর্নীতি করবে না, শুল্ক দিয়েই গাড়িতে চড়বে।