রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি (নেতাকর্মী) ও এলাকাবাসীকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২১ জুলাই) দুপুরে বিমান বিধ্বস্ত হলে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান আরও লেখেন, ‘আল্লাহ তা'য়ালা নিহতদের প্রতি রহম করুন, তাঁদের ক্ষমা করুন এবং প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আহতদের আল্লাহ তা'য়ালা দ্রুত পূর্ণ সুস্থতা দান করে তাঁর অপরিসীম নিয়ামতে সিক্ত করুন। নিহতদের আপনজন, প্রিয়জন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ তা'য়ালা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।’