ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের দাবির সঙ্গে সহমর্মিতা পোষণ করছি: নাসীরুদ্দীন পাটোয়ারী

শিক্ষার্থীদের দাবির সঙ্গে সহমর্মিতা পোষণ করছি: নাসীরুদ্দীন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, শিক্ষার্থীরা যেদিকে যায়, আমাদের সেদিকেই যেতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা মডেল মসজিদে মাইলস্টোন কলেজের নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘শিক্ষার্থীরা দাবি তুলেছে, আমরা তাদের সঙ্গে সহমর্মিতা পোষণ করছি। তারা পরীক্ষা বন্ধের কথা বলেছে, আমরাও তাদের সঙ্গে সংহতি জানিয়েছি। আমি সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি—আমাদের শিক্ষার্থীরা যেদিকে যাবে, আমাদেরও সেদিকে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের ভবিষ্যৎ যারা, সেই তরুণ প্রজন্ম আজ রাস্তায় নেমে এসেছে। তাদের কণ্ঠ রোধ না করে বরং তাদের কথা শোনা উচিত।’

দোয়া মাহফিলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মাইলস্টোন কলেজের একাধিক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত হয়। এই ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে।

নাসীরুদ্দীন পাটোয়ারী,সহমর্মিতা পোষণ,শিক্ষার্থীদের দাবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত