ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ | বেটা ভার্সন

লন্ডনে নয়, দেশে এসেই ভোটার হবেন তারেক রহমান

লন্ডনে নয়, দেশে এসেই ভোটার হবেন তারেক রহমান

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রথমবারের মতো বাংলাদেশে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তখন বিদেশে অবস্থান করায় সেই তালিকায় নাম ওঠেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের। ওই বছরের ১১ সেপ্টেম্বর চিকিৎসার উদ্দেশ্যে তারা লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

এরপর দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবনে থাকা এই দম্পতির মধ্যে ডা. জুবাইদা রহমান চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত হয়ে ভোটার হয়েছেন। তবে এখনো ভোটার হননি তারেক রহমান।

এদিকে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ প্রবাসী বাংলাদেশিদের জন্য লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারসহ বিভিন্ন শহরে ভোটার তালিকাভুক্তির কার্যক্রম চালু রেখেছে। এসব শহরে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা নির্দিষ্ট কেন্দ্র থেকে ভোটার হতে পারছেন। তবে নির্বাচন কমিশনের নিবন্ধন ও প্রবাসী শাখার তথ্য অনুযায়ী, এখনো তারেক রহমান এই কার্যক্রমে অংশ নেননি।

ভোটার হওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাক্ষর, দশ আঙুলের ছাপ এবং চোখের আইরিশ দিতে হয়। লন্ডনে ভোটার হতে হলেও এ প্রক্রিয়া থেকে ছাড় নেই। তবে তারেক রহমান এই শর্ত পূরণ করতে কোনো আবেদন জমা দেননি বলে ইসি সূত্র জানিয়েছে।

নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘তারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার হতে পারেন। আমরা লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে এ কার্যক্রম চালাচ্ছি। কিন্তু খোঁজ নিয়ে জেনেছি, তিনি সেখানে ভোটার হবেন না। তিনি বাংলাদেশে ফিরেই ভোটার হবেন বলে আমাদের জানিয়েছেন।’

তারেক রহমান দেশে ফিরবেন কি না কিংবা কখন ফিরবেন—সেই প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে বহুদিন ধরেই আলোচনার বিষয়। তবে এবার তিনি নিজেই দেশে ফিরে ভোটার হতে চাচ্ছেন—এমন তথ্য উঠে আসায় তা নতুন আলোচনার জন্ম দিয়েছে।

তারেক রহমান,ভোটার,লন্ডন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত