প্রধান উপদেষ্টা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
শনিবার (২৬ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৪টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মোস্তফা জামাল।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এর চেয়ে বড় আনন্দের খবর আর কিছু হতে পারে না।’
চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি আরও বলেন, ‘নৈরাজ্যের সমাধান হবে নির্বাচনের মাধ্যমে। রাজনৈতিক সংকট ও জনঅসন্তোষ নিরসনে নির্বাচনই হচ্ছে সবচেয়ে কার্যকর পথ।’
প্রধান উপদেষ্টা এর আগে দুই দফায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। আজকের বৈঠকে ১৪টি দল ও জোট অংশ নেয়।