রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ এবং ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে।
হেফাজতের পক্ষ থেকে জানানো হয়, ওই ঘটনার সত্য উদঘাটনে জাতিসংঘের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত জরুরি। তারা শাপলা ট্র্যাজেডির যাবতীয় তথ্য-উপাত্ত রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের জন্য আহ্বান জানান।
বৈঠকে ফ্যাসিবাদি শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেমদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের বিষয়েও অগ্রগতির খোঁজ নেওয়া হয়।
বৈঠকে হেফাজতের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা খুলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি বশির উল্লাহ এবং মুফতি কেফয়তুল্লাহ আজহারী।
সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈঠকে আসা দাবিগুলোর গুরুত্ব অনুধাবন করে তা পর্যালোচনার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।