
পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচনের চিন্তাভাবনা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এটা আমাদের দেশের মানুষ বুঝেই না।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের (রাজনৈতিক দলগুলোর) নতুন নতুন চিন্তা আসছে, যেগুলোর সাথে আমাদের দেশ পরিচিত নয়। পার্লামেন্টে আনুপাতিক হারে নির্বাচন, এটা আমাদের দেশের মানুষ বুঝেই না। বলে, ‘পিআর কী জিনিস ভাই’? জনগণ এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বুঝে না। সুতরাং পিআর চিন্তাভাবনা থেকে দূরে সরে যেতে হবে।
দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘কিছু রাজনৈতিক দল এটাকে (পিআর) প্রমোট করে। তারা পণ করে বসে আছে, এটা না হলে আমরা নির্বাচনে যাব না’, কি বলব? বলেন।
বিএনপির মহাসচিব বলেন, গতকাল বলেছিলাম, ‘বেদনায় নীল হয়ে যাচ্ছি।’ এটাই বাস্তবতা। কিন্তু এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমরা রাজনীতি করতে এসেছিলাম একটা পরিবর্তনের জন্য। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৭০০ নেতাকর্মী গুম হয়ে গেল, হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিলো। জুলাই মাসে প্রায় দুই হাজার প্রাণ দিলো- তার মূল্যটা কী? দাম কী?
তিনি বলেন, দেশে সংস্কার বিএনপির হাত ধরে শুরু হয়, আমরা সংস্কারকে ভয় পাই না, এটাকে সাদরে গ্রহণ করি।
মির্জা ফখরুল বলেন, ‘বাইরে থেকে এসে বসে বা কাউকে নতুন নতুন চিন্তা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই, অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন। অবিলম্বে জাতীয় সনদ ঘোষণা করুন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব বলেন, আপনি আমাদের চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে বসে জাতীয় নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন। সে সময়টাতে নির্বাচন দিন। মানুষকে তার অধিকার ফিরিয়ে দিন।