ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

প্রস্তাবিত জুলাই সনদের খসড়া গ্রহণযোগ্য নয়: এনসিপি

প্রস্তাবিত জুলাই সনদের খসড়া গ্রহণযোগ্য নয়: এনসিপি

জাতীয় ঐকমত্য কমিশন থেকে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদের খসড়া গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মতে, আলোচনা পদ্ধতি নিয়ে এখনো স্পষ্ট সিদ্ধান্ত না হওয়া সত্ত্বেও খসড়া প্রকাশ করা হয়েছে, যা প্রক্রিয়াগতভাবে সঠিক হয়নি।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন সাংবাদিকদের বলেন, আলোচনার মৌলিক কাঠামো ঠিক না করে হঠাৎ করে সনদের খসড়া প্রকাশ করা হয়েছে। ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি থাকা সত্ত্বেও সেগুলো নিয়ে কোনো সম্মতিতে না পৌঁছেই খসড়া প্রকাশ করা হয়েছে—যা এনসিপির দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে, তা নির্বাচনের আগেই একটি আইনগত কাঠামোর মাধ্যমে বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে। এনসিপি স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচন সেই আইনি ভিত্তির ওপরেই অনুষ্ঠিত হতে হবে। মৌখিকভাবে তারা এই অবস্থান জানিয়েছে, প্রয়োজনে তা লিখিতভাবেও জানানো হবে।

আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে ‘র‍্যাংক চয়েস’ মডেল আলোচনা হয়েছে বলে জানান তিনি। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বিচার বিভাগ থেকে আরও দুই সদস্যকে যুক্ত করে সাত সদস্যের কমিটি গঠনের প্রস্তাব এসেছে। এনসিপি এই প্রস্তাবে একমত হয়েছে বলে জানান রাসিন।

তিনি বলেন, প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে একমত হলেও বিএনপি এবং কয়েকটি দল এখনও ভিন্নমত পোষণ করছে।

তিনি আরও বলেন, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে- যেসব মৌলিক সংস্কার ছাড়া দেশে বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন সম্ভব নয়, সেগুলো যদি কার্যকর না হয়, তাহলে জুলাই সনদে সই করা হবে কি না তা দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় তিনি জোর দিয়ে বলেন, আলোচনা ছাড়া একতরফাভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে এনসিপি তা মানবে না।

এনসিপি,জুলাই সনদের খসড়া,প্রস্তাবিত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত