ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তিন প্রক্রিয়ায় সমন্বয় না হলে বিপর্যয় অনিবার্য: জামায়াত আমির

তিন প্রক্রিয়ায় সমন্বয় না হলে বিপর্যয় অনিবার্য: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিচার, সংস্কার ও নির্বাচন- এই তিনটি প্রক্রিয়া সমান্তরালভাবে এগিয়ে না গেলে দেশে আবারও জাতীয় বিপর্যয় দেখা দিতে পারে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীতে জাতিসংঘ মানবাধিকার সংস্থার আয়োজনে ‘জুলাই স্মরণসভা’য় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে বিচারিক জবাবদিহি, কাঠামোগত সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন- এই তিন প্রক্রিয়াই একসাথে এগিয়ে নিতে হবে। এর যেকোনো একটি উপেক্ষিত হলে বা ব্যর্থ হলে দেশ আবারও গভীর সংকটে পড়তে পারে।’

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘যারা খুন করেছে, তারা যেন ন্যায্য শাস্তি পায় এবং বিচারহীনতার সংস্কৃতি দূর হয়। এই প্রক্রিয়ায় জামায়াত ইসলামী দলের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা অব্যাহত থাকবে।’

সরকার গঠনের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘কে সরকার গঠন করবে তা বড় কথা নয়, কিন্তু যারা দায়িত্বে আসবেন, তারা যেন জাতির এই ঐতিহাসিক আমানত রক্ষা করেন।’ তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সরকার হোক বা বিরোধী দল—আমাদের ভূমিকাই হবে স্পষ্ট, ন্যায়নিষ্ঠ ও অকুতোভয়। আমরা কেবল আল্লাহকে ভয় করব এবং দায়বদ্ধ থাকব নিজের বিবেক ও দেশের মানুষের কাছে।’

তিনি আরও বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, তার বিচার নিশ্চিত না করে কোনো নির্বাচনের আয়োজন করা অনুচিত হবে। শহীদ পরিবারের সদস্যরা বলছেন, তারা অন্তত কিছু অপরাধীর বিচার চোখে দেখতে চান, তারপর নির্বাচন নিয়ে ভাবতে চান।’

জাতিসংঘের মানবাধিকার ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদনের কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, ‘সেখানে কিছু অপূর্ণতা ছিল, তবে তা পূরণ করে শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায়ের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে হবে।’

এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের ওপর অবিচার হয়েছে, আমাদের নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটেছে। এমন বিচার আর দেখতে চাই না।’

জামায়াত আমির,বিপর্যয় অনিবার্য,তিন প্রক্রিয়ায় সমন্বয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত