
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে স্থান পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধন্ত নিয়েছে দলটি।
বুধবার (৩০ জুলাই) সাড়ে ১১টার দিকে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই পোস্টে বলা হয়েছে, ‘‘এনসিপি’র অনুরোধে শহীদ মিনার থেকে পরিবর্তন করে শাহবাগে ছাত্র সমাবেশ করবে ছাত্রদল।’’
উল্লেখ্য, একই দিন ও একই স্থানে সমাবেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে অনুমতির জন্য আগে আবেদন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শহীদ মিনারে প্রোগ্রামের অনুমতি পায় ছাত্রদল। বিষয়টির সুরাহা করার জন্য এনসিপি-ছাত্রদলের মধ্যে পারস্পরিক আলোচনা চলে বলে জানা যায়। এমন প্রেক্ষাপটেই ছাত্রদলের পক্ষ থেকে এ ঘোষণা এলো।