অনলাইন সংস্করণ
২১:২৬, ৩০ জুলাই, ২০২৫
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি মেজর ব্লক পাওয়া গেছে। ফলে তাকে জরুরি বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (৩০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি জানান, কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে এনজিওগ্রাম করার পর হার্টে ব্লক ধরা পড়ে। এনজিওপ্লাস্টি না করে সরাসরি বাইপাস সার্জারি করাই শ্রেয় হবে বলে মত দিয়েছেন চিকিৎসকরা।
ডা. শফিকুর রহমানকে বিদেশে পাঠানোর প্রস্তাব এলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। নজরুল ইসলাম বলেন, ‘তিনি চিকিৎসায় দেশের ওপরই আস্থা রেখেছেন। তাই দেশে থেকেই দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত হয়েছে।’
গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান ডা. শফিক। কিছুক্ষণ পর তিনি মঞ্চেই বসে বক্তব্য শেষ করেন। সেদিন রাতেই তাঁকে ধানমণ্ডির শংকরের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বাসায় ফেরানো হয়।
এদিকে, আমিরের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।