ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উগ্রবাদ ঠেকাতে নারীদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

উগ্রবাদ ঠেকাতে নারীদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

দেশে যেন উগ্রবাদ, চরমপন্থা ও ফ্যাসিবাদ আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেই লক্ষ্যে নারী সমাজসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীর অবদান স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেক মা-বোনকে সতর্ক ও সচেতন থেকে আগামী নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের হাতিয়ার হিসেবে দেখতে হবে।

তারেক রহমান বলেন, একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ হওয়া উচিত, আমরা ঠিক তেমনই একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রান্তিক পরিবারগুলোর জন্য পরিকল্পিত ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, আগামীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীদের নামেই ওই কার্ড ইস্যু করা হবে, যাতে তারা আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী পেতে পারেন। এতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন যেমন ঘটবে, তেমনি পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, নারীদের শিক্ষা ও চাকরির সুযোগ বাড়ালে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, পারিবারিক সহিংসতা প্রতিরোধেও তা ভূমিকা রাখবে। নারী শক্তিকে রাষ্ট্রীয় পরিকল্পনার কেন্দ্রে না আনলে কোনো দেশ এগিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নারী উন্নয়নমূলক কর্মসূচির কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সবসময় দেশের নারীদের নিরাপত্তা, অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করে রাষ্ট্র গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, জেএসডির সহসভাপতি তানিয়া রব, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ আরও অনেকে।

আলোচনার শুরুতে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীর অবদান’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় এবং পরে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।

তারেক রহমান,উগ্রবাদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত