ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সমাবেশে অংশ নিতে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা

সমাবেশে অংশ নিতে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা

জুলাই–আগস্ট গণ‑অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ রোববার রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ‘ছাত্র সমাবেশ’। দুপুর ২টায় শুরু হতে যাওয়া এই সমাবেশে অংশ নিতে দলে দলে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশ চলবে বিকেল ৬টা পর্যন্ত।

রোববার (৩ আগস্ট) সকাল থেকেই নেতাকর্মীদের সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। এসময় তাদের তারেক রহমান ও জিয়া পরিবারের নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

নগরবাসীর স্বাভাবিক চলাচলে সম্ভাব্য বিঘ্নের জন্য আগাম দুঃখ প্রকাশ করেচে ছাত্রদল। সমাবেশ ঘিরে গঠন করা হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। নির্দেশ দেওয়া হয়েছে—কোনো ব্যানার, ফেস্টুন অথবা প্ল্যাকার্ড বহন করা যাবে না; দ্রুত ও শান্তিপূর্ণ সমাবেশ সম্পন্ন করতে হবে; অবস্থান শেষে জায়গা পরিষ্কার রাখতে হবে।

এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম থেকে একটি ২০ বগির বিশেষ ট্রেন আজ সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। ট্রেনটি দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সমাবেশ শেষে সন্ধ্যা ৭টায় পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে ফিরে যাবে।

এদিকে, সমাবেশ ঘিরে শাহবাগ ও আশপাশের এলাকায় নাশকতা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী।

ছাত্রদল,নেতাকর্মী,সমাবেশ,শাহবাগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত