ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডাকসু নির্বাচন

শিবিরের প্যানেলে জুলাই আন্দোলনে চোখ হারানো জসিম ও দৃষ্টিপ্রতিবন্ধী রাইসুল

শিবিরের প্যানেলে জুলাই আন্দোলনে চোখ হারানো জসিম ও দৃষ্টিপ্রতিবন্ধী রাইসুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। প্যানেলে জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিম ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলামকে মনোনয়ন দিয়েছে শিবির।

সোমবার (১৮ আগস্ট) ঢাবির নওয়াব নবাব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম তোলা শেষে সংবাদ সম্মেলনে প্যানেলের বিস্তারিত তুলে ধরে সংগঠনটি।

এতে দেখা যায়, শিবিরের মনোনীতদের মধ্যে দুজন ব্যতিক্রম প্রার্থী রয়েছেন। তাদের একজন জুলাই গণঅভ্যুত্থানে এক চোখ হারানো খান জসিম। তাকে শিবিরের প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয়েছে। অপরজন হলেন বিজয় একাত্তর হলের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী রাইসুল ইসলাম। তাকে সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া শিবিরের ভিপি (সহ সভাপতি) পদে মনোনয়ন পেয়েছেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। জিএস (সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন পেয়েছেন ঢাবি শিবিরের বর্তমান সভাপতি এস এম ফরহাদ।

ডাকসু নির্বাচন,শিবির,জুলাই আন্দোলন,দৃষ্টিপ্রতিবন্ধী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত