ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু

নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে: দুলু

আসন্ন জাতীয় সংসদ ‘নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (১৯ আগস্ট) নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট দুলু বলেন, আমরা একদিকে ফ্যাসিস্টের বিচার চাই, অন্যদিকে গণতন্ত্রের সংস্কার চাই। সেইসেঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনও চাই। আর এই নির্বাচন যথাযথ সময়ে না হলে বাংলাদেশের গণতন্ত্র আবারও বিপন্ন হতে পারে।

এদিন বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কানাইখালী প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন– নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জাহিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু,নির্বাচন,ষড়যন্ত্র,বিএনপি,নাটোর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত