অনলাইন সংস্করণ
১৯:৫৬, ১৯ আগস্ট, ২০২৫
থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে ফেরার পর তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা ও সংকট নিরসনের একমাত্র পথ হলো দ্রুত জাতীয় নির্বাচন।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জনগণের অধিকার পুরোপুরি প্রতিফলিত হবে না। বাংলাদেশের মানুষ এ ধরনের ভোটব্যবস্থায় অভ্যস্ত নয়। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জনগণ যে নির্বাচনের অপেক্ষায় রয়েছে, তার বিকল্প কিছু নেই। তাই সংকট নিরসনের একমাত্র পথ হচ্ছে দ্রুত নির্বাচন।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা চাই এ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সবার অংশগ্রহণে সম্পন্ন হোক।’
তিনি আরও বলেন, যারা নিজেদের দলে সংস্কার চান না সেটা তাদের নিজস্ব ব্যাপার।