ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি, খাল খনন কর্মসূচিও নেবে: তারেক রহমান

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি, খাল খনন কর্মসূচিও নেবে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃহৎ কর্মসূচি হাতে নেবে বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরে কমপক্ষে ২৫ কোটি গাছ লাগানো হবে। পাশাপাশি দেশের পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধান আনতে খাল খনন কর্মসূচিও পুনরায় চালু করা হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন তিনি।

তারেক রহমান বলেন, “নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। বিএনপি আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সেই লক্ষ্য সামনে রেখেই সাজাচ্ছে।”

গণতন্ত্রের পথে বাধা প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, “গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। তাই গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনই জনগণকে শক্তিশালী করার অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু নানা শর্ত চাপিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করা হলে গণতন্ত্রে উত্তরণের পথ সংকটে পড়বে।”

তারেক রহমান ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, “নৃশংসতম ফ্যাসিস্টের পলায়নের পরও যদি আমরা নতুন ইস্যুতে বিভক্ত হই, তবে সেটা হবে শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা। সংবিধান কিংবা বিধিবিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না, জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার বিকল্প নেই।”

স্বেচ্ছাসেবক দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। দলকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের পাশে দাঁড়ানোই হবে আসল রাজনীতি।

তারেক রহমান,খাল খনন কর্মসূচি,বিএনপি,২৫ কোটি গাছ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত