ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াত কার্যালয়ে আইআরআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জামায়াত কার্যালয়ে আইআরআই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আইআরআই প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপপরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ।

অন্যদিকে, জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার।

সাক্ষাতে তারা ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বিশেষ করে বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতি প্রসঙ্গে বিস্তারিত মতবিনিময় হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের গণতান্ত্রিক ধারার অগ্রযাত্রা ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।

সৌজন্য সাক্ষাৎ,আইআরআই প্রতিনিধি দল,জামায়াত কার্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত