ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসবে জামায়াত

জুলাই সনদ নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসবে জামায়াত

জুলাই সনদ দেশের ভবিষ্যৎ ও নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানিয়েছেন, কিছু অবজারভেশন নিয়ে তারা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা ও মতবিনিময় করবেন। প্রধান ইস্যুগুলোতে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই একমত হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জানা গেছে, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে রাজধানীর গুলশানে রাত ১১টা পর্যন্ত বৈঠক করেন। বৈঠকের পরে অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যেই বেশ কয়েকটি বিষয়ে একমত হওয়া দেখা গেছে। জামায়াত আশা প্রকাশ করেছে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে তাদের আলোচনা দেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুসংহত করবে।

জামায়াত,ঐকমত্য কমিশন,জুলাই সনদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত