ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জামায়াতের শর্ত মেনে সরকারকে নির্বাচনে যেতে হবে: হামিদুর রহমান

জামায়াতের শর্ত মেনে সরকারকে নির্বাচনে যেতে হবে: হামিদুর রহমান

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, সরকারের নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত জামায়াতের শর্ত এবং দাবির সঙ্গে মিলিয়ে হতে হবে। এ শর্ত মেনে সরকার নির্বাচনে গেলে জামায়াতও অংশগ্রহণের প্রতিশ্রুতি দেবে, না হলে তারা নির্বাচনে যাবে না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন হামিদুর রহমান।

তিনি জানান, নির্বাচন কমিশনের রোডম্যাপ নিয়ে জামায়াতের কোনো দ্বিমত নেই। তবে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন না হলে তা সুষ্ঠু হবে না এবং দেশের জাতীয় নির্বাচনে রাজনৈতিক ক্রাইসিস এড়ানো সম্ভব হবে না।

হামিদুর রহমান আরও বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যা বর্তমানে ভোটের মাঠে অনুপস্থিত।

তিনি যোগ করেন, জনগণ চাইলে সরকারকে পিআর পদ্ধতিতে নির্বাচনে যেতে হবে এবং সেই জনমত গঠনের ভিত্তিতেই জামায়াত তাদের অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে।

হামিদুর রহমান,সরকারকে নির্বাচনে,জামায়াতের শর্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত