অনলাইন সংস্করণ
২০:০৩, ২১ আগস্ট, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিয়েছেন হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে তিনি এই বার্তা দেন।
মির্যা গালিব বলেন, ডাকসু নির্বাচন সামনে এবং ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এই সুস্থ গণতান্ত্রিক পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে।
ছাত্রছাত্রীদের জন্য তিনি তিনটি পরামর্শ দিয়েছেন—
প্রথম, যারা পড়াশোনা না করে শুধু রাজনীতি করার জন্য ক্যাম্পাসে সময় কাটায়, তাদের ভোট না দেওয়া।
দ্বিতীয়, যারা পাঁচ মিনিট কথা বললেও কেবল অন্য নেতার নাম স্মরণ করে কথা বলেন, তাদেরও ভোট না দেওয়া।
তৃতীয়, কোনো এক প্যানেলের সব প্রার্থীকে একসাথে ভোট না দিয়ে প্রত্যেক পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া। যোগ্য প্রার্থীর মধ্যে পড়াশোনা ভালো থাকা, মার্জিত আচরণ, সুন্দর বক্তৃতা এবং নেতৃত্বের গুণ থাকা জরুরি।
ড. মির্যা গালিবের এই বার্তা শিক্ষার্থীদের স্বাধীনভাবে, যোগ্যতার ভিত্তিতে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে।