ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে’

‘শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম ও হত্যাকাণ্ডের জন্য দায়ী এবং তার বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতেই হতে হবে।

শুক্রবার (২২ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সামনে ‘মায়ের ডাক’ আয়োজিত আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মানববন্ধন ও প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গুম কমিশন প্রকাশ্যে আনা এবং পাবলিক শুনানি আয়োজনের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তিনি গুম হওয়া ব্যক্তির পরিবারগুলোর কান্না থামাতে সরকারের তৎপরতার অভাবের কথা উল্লেখ করে বলেন, এ বিষয়ে জনগণের কাছে জবাবদিহি করা জরুরি।

তিনি আরও বলেন, বিএনপি দেশের প্রতিটি নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে। আমাদের নেতারা বছরের পর বছর মিথ্যা মামলা ও হয়রানির শিকার হয়েছেন। তাই ভাবা উচিত নয়, বিএনপি ক্ষমতায় এলে বিচার এড়িয়ে যাবে। নির্বাচনের মাধ্যমে এসব বিচার শেষ পর্যন্ত নিশ্চিত করা হবে।

মির্জা ফখরুল গুমের শিকারদের পরিবারের প্রতি আশ্বাস দিয়ে বলেন, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। যারা পিতা, ভাই বা সন্তান হারিয়েছেন, তারা ন্যায়বিচার দেখে যেতে পারবেন।

বাংলাদেশের মাটিতে,শেখ হাসিনার বিচার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত