ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যানার ভাঙা ও ছবি বিকৃতি, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উদ্বেগ

ব্যানার ভাঙা ও ছবি বিকৃতি, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উদ্বেগ

আসন্ন ডাকসু নির্বাচনের আগে একটি কুচক্রী মহলের পক্ষ থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট-এর ব্যানার মাটিতে ফেলে দেওয়া এবং জোটের কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জোট।

জোটের বিবৃতিতে বলা হয়েছে, তারা নির্বাচন কমিশনের নিয়ম ও বিধিমালা মেনে ব্যানার স্থাপন করেছে। তবে কিছু সন্ত্রাসী গোষ্ঠী নির্বাচনী পরিবেশকে গোলযোগ করার উদ্দেশ্যে এই ন্যাক্কারজনক কাজ করেছে।

এছাড়া, বোরকা পরা এক নারী শিক্ষার্থীর ছবি বিকৃত করার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্মীয় প্রতীকের অবমাননার চেষ্টা করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, চারুকলা অনুষদের অভ্যন্তরেই কিছুদিন আগে একটি গোষ্ঠী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ভাস্কর্য পুড়িয়ে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের ইতিহাস পুনরায় প্রমাণ করেছে। জোটের মতে, দুষ্কৃতিকারীদের পরিচয় ঢেকে দিয়ে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের ওপর দায় চাপানোর চেষ্টা হচ্ছে।

জোট প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে। তারা মনে করায়, শিক্ষার্থীরা সচেতন থাকবেন এবং ক্যাম্পাসের ঐক্য বিনষ্টের সুযোগ কাউকেই দেবেন না।

জোটের বিবৃতিতে বলা হয়েছে, তারা একটি সবার জন্য উন্মুক্ত, নিরাপদ ও ঐক্যবদ্ধ ক্যাম্পাস বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। কুচক্রী মহল এই সুন্দর ক্যাম্পাস অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলেও তাদের চেষ্টার ফল পতিত ফ্যাসিবাদের মতোই হবে।

উদ্বেগ,ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট,ব্যানার ভাঙা,ছবি বিকৃতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত