অনলাইন সংস্করণ
১৯:৪৬, ২৬ আগস্ট, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ৪৭১ জন শিক্ষার্থী। এর আগে খসড়া তালিকায় ছিলেন ৫০৯ জন প্রার্থী।
নির্বাচন কমিশনের খসড়া তালিকা থেকে ২৮ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন, আর বাদ পড়া ১০ জন প্রার্থী পুনরায় আপিল করেননি। ফলে চূড়ান্ত প্রার্থীদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭১ জনে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়কাল ছিল ১২ থেকে ২০ আগস্ট।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, ডাকসুর ২৮টি কেন্দ্রীয় পদে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য পদগুলো হলো:
সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন
সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন
ক্রীড়া সম্পাদক: ১৩ জন
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: ১১ জন
সদস্য পদ: ২১৭ জনবাকি পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা ৯ থেকে ১৭ জনের মধ্যে রয়েছে। নির্বাচনী প্রচার ও কার্যক্রম চূড়ান্ত তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে।