অনলাইন সংস্করণ
২০:০৪, ০৩ নভেম্বর, ২০২৫
ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সানজিদা ইসলাম তুলির নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই ঘোষণা দেন তিনি।
সানজিদা ইসলাম তুলি জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী হিসেবে কাজ করছেন।
ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির প্রতিদ্বন্দ্বী জামায়াতের ব্যারিস্টার আরমান। আরমান মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যারিস্টার আরমান গুম হন এবং দীর্ঘ আট বছর আয়নাঘরে ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি পান।
সানজিদা ইসলাম তুলির ভাই সাজেদুল ইসলাম সুমনকে ২০১৩ সালের ২৪ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে।
তালিকা ঘোষণা করে বিএনপি মহাসচিব জানান, আসন্ন নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন। তবে ঘোষিত প্রার্থী তালিকা ভবিষ্যতে পরিবর্তন হতে পারে।