অনলাইন সংস্করণ
২০:৪৯, ০৩ নভেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ (বগুড়া সদর) আসন থেকে ভোটে অংশ নেবেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ এবং ফেনী-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনটি আসনেই বিজয়ী হন। পরে তিনি ফেনী-১ আসন রেখে দেন। ফলে বগুড়ার দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০৯ সালের এপ্রিলে অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপির জমির উদ্দিন সরকার বগুড়া-৬ আসনে নির্বাচিত হন।
এবার সেই আসন থেকেই প্রার্থী হচ্ছেন তারেক রহমান।