ঢাকা রোববার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শাপলা কলিসহ এনসিপিকে নিবন্ধন দিয়েছে ইসি

শাপলা কলিসহ এনসিপিকে নিবন্ধন দিয়েছে ইসি

শাপলা কলি প্রতীকসহ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিত দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টি, এই তিনটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে।

ইসি সচিব জানান, আইন অনুযায়ী আগামীকালই দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। গণবিজ্ঞপ্তির পর কারও কোনো আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গেজেট প্রকাশ করবে কমিশন।

বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন রয়েছে বলেও জানান তিনি।

এনসিপি,নির্বাচন কমিশন,নিবন্ধন,ইসি,ইসি সচিব,শাপলা কলি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত