অনলাইন সংস্করণ
২১:৩৮, ০৪ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক আজ ৪ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে আমীরে জামায়াত তার সাম্প্রতিক বিদেশ সফরের নানা দিক নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন।
তিনি জানান, তার সফর দেশ ও জাতির জন্য ফলপ্রসূ হয়েছে। এতে আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ মনে করে, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট আয়োজনের বিষয়ে সরকার গড়িমসি করছে, যা জাতির জন্য উদ্বেগজনক।
এছাড়া কেউ কেউ গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের প্রস্তাব দিচ্ছেন। পরিষদ মনে করে, একই দিনে গণভোট ও নির্বাচন হলে গণভোটের গুরুত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং প্রক্রিয়াটি অনিশ্চয়তায় পড়বে।
জাতীয় নির্বাচনে কোনো কেন্দ্রে ভোট স্থগিত হলে গণভোটও স্থগিত হতে পারে, যা গ্রহণযোগ্য নয়।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানায় যে, সরকার যেন অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে এবং আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট নিশ্চিত করে।
পাশাপাশি ওই গণভোটের ফলাফলের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানায়।